BRAKING NEWS

পানীয় জলের দাবীতে রামচন্দ্রঘাটে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৬ জুন৷৷ পানীয় জলের তীব্র সঙ্কটে জেরবার ২৪ রামচন্দ্রঘাট এলাকার বেলফাং এলাকার বাসিন্দারা৷ গত প্রায় ৫ দিন যাবৎ জলকষ্ট তীব্র তর আকার ধারন করেছে৷ এই অবস্থায় বাধ্য হয়ে বুধবার সকালে খোয়াই-আগরতলা সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা৷ জলের পাত্র রাস্তায় রেখে সড়ক অবরোধে বসে বাসিন্দারা৷

জলের সমস্যা নিরসনের দাবি জানাতে থাকে পথ অবরোধ কারীরা৷ দুই ঘণ্টা ধরে চলা অবরোধের জেরে সকালে এই সড়কে যান চলাচল ব্যহত হয়৷ বেলফাং এলাকায় চলা পথ অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি অবরোধ স্থলে যান ২৪ রামচন্দ্রঘাট কেন্দ্রের বিধায়ক প্রশান্ত দেববর্মা৷ অবরোধ কারীদের সঙ্গে কথা বলেন তিনি৷ জলের সমস্যার কথা অনুধাবন করে শীঘ্রই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন৷ তবে অবরোধ কারীদের কাছে অনুরোধ জানান পথ অবরোধ তুলে নেওয়ার জন্য৷ বিধায়কের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় সড়ক৷ এদিকে বিধায়ক প্রশান্ত দেববর্মা জানান এই এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে শীঘ্রই জল পৌঁছে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *