BRAKING NEWS

ফের অস্বস্তিতে রাজীব সাক্সেনা : দিল্লির হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, যেতে পারবেন না বিদেশে

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): ফের অস্বস্তি বাড়ল অগাস্ট ওয়েস্টল্যান্ড চুক্তি অর্থ তছরুপ মামলার অভিযুক্ত তথা রাজসাক্ষী রাজীব সাক্সেনার| গত ১০ জুন চিকিত্সা সংক্রান্ত কারণে রাজীব সাক্সেনাকে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছিল দিল্লি হাইকোর্ট| কিন্তু, দিল্লি হাইকোর্টের গত ১০ জুনের নির্দেশে বুধবার স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| এর আগে গত ১০ জুন রাজীব সাক্সেনাকে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছিল দিল্লি হাইকোর্ট| জুন মাসের ২৫ তারিখ থেকে জুলাই মাসের ২৪ তারিখ পর্যন্ত চিকিত্সার জন্য ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইউরোপে যাওয়ার অনুমতি প্রদান করা হয়েছিল| কিন্তু, দিল্লি হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)|

বুধবার ইডি-র আবেদনকেই মান্যতা দিল সর্বোচ্চ আদালত| এদিন দিল্লি হাইকোর্টের গত ১০ জুনের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট| আর তাই বিদেশে যেতে পারবেন না অগাস্ট ওয়েস্টল্যান্ড চুক্তি অর্থ তছরুপ মামলার অভিযুক্ত তথা রাজসাক্ষী রাজীব সাক্সেনা| পাশাপাশি রাজীব সাক্সেনা এবং সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এদিন নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট| এদিন শুনানির সময় বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, এই মামলার তদন্ত চলাকালীন অভিযুক্তের বিরুদ্ধে যদি কোনও তথ্য উঠে আসে, তবে প্রয়োজন হলে ট্রায়ালের সঙ্গেই তাঁকে থাকতে হবে| বিস্তারিত শুনানি শেষে এই মামলার পরবর্তী শুনানি ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *