নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৫ জুন৷৷ সুকলের বিভিন্ন সমস্যা নিয়ে বিকল্প জাতীয় সড়ক অবরোধ করতে গিয়ে অসুস্থ ১২ জন কচিকাঁচা ছাত্র-ছাত্রী৷ ঘটনা উত্তর জেলার কদমতলা ব্লক এলাকার উত্তর ফুলবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ৷ ঘটনার বিবরণে প্রকাশ, আজ সকাল ১০ টা থেকে চুরাইবারি কদমতলা প্রধান সড়কটি অর্থাৎ রাজ্যের বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বসে উত্তর ফুলবাড়ী উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্র ছাত্রীরা৷ এই সুকলে বিদ্যুৎ নেই, তীব্র দাবদাহে অসুস্থ ছাত্র ছাত্রীরা৷ ক্লাস ঘরের ভিতরে বৃষ্টির জল পড়ে, নেই আসবাবপত্র, মেঝেতে বসে পড়াশোনা করে ছাত্র-ছাত্রীরা৷
রয়েছে শিক্ষক স্বল্পতা, নেই লেট্রিন বাথরুমের পর্যাপ্ত বন্দোবস্ত, নেই পানীয় জলের সুবন্দোবস্ত৷উত্তর ফুলবাড়ী উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে ৪০৩ জন ছাত্রছাত্রী৷ তারমধ্যে ১৮০ জন ছাত্র এবং ২২৩ জন ছাত্রী থাকলেও শিক্ষক শিক্ষিকা মাত্র ৬ জন৷৬ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে মধ্যে দুজন আবার বি এল ও কাজে লিপ্ত৷ ছাত্র ছাত্রীরা রাস্তা অবরোধ করতেই অভিভাবকরা এগিয়ে আসে৷ সুকল চত্বরে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়৷ সুকল শিক্ষকদের ঘরে বন্ধ করে রাখা হয়৷ তাদের দাবি বৈধ৷ প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে ১০ জন ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে পড়ে৷ তাদেরকে প্রেমতলা ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার খবর পেয়ে প্রায় আড়াই ঘণ্টা পরে ছুটে আসেন ডেপুটি কালেক্টর মানিক চক্রবর্তী ও শিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর৷
উনারা অভিভাবক দের নিয়ে বৈঠকে বসেন৷ এদিকে বৈঠক চলাকালীন সময় সুকলের ছাত্রছাত্রীরা অসুস্থ হওয়ার জন্য সুকল ছুটি দেওয়া হয়৷ আর আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আশ্বস্ত করা হয় অভিভাবকদের সাথে কথা বলে অতি শীঘ্রই তাদের দাবি দাওয়া পুরন করা হবে৷ তারপর আন্দোলনকারী ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে৷ তবে ১৯৮১ সালে নির্মাণ হওয়া সুকলটিতে আজও কেন বিদ্যুৎ নেই তা নিয়ে প্রশ্ণ উঠছে জনমনে৷ দীর্ঘ ২৫ বছর বাম সরকারের আমলে যা হয়নি তা হয়তো রাম সরকারের আমলে হওয়ার কথা ছিল কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে তাই রাস্তায় নেমেছে কচিকাঁচা সুকল ছাত্র ছাত্রীরা৷ অভিভাবকদের নিয়ে ডেপুটি ডিরেক্টর ও ডেপুটি কালেক্টর দীর্ঘ আলোচনা করে অভিভাবকের আশ্বস্ত করেন যে দুই এক দিনের ভেতর এই সুকলের দাবি-দাওয়া গুলি সুকল কর্তৃপক্ষক উনাদেরকে লিখিতভাবে দেবেন তারপর অতিসত্বর উনারা সুকলের সমস্যা গুলি দূরীকরণ করবেন৷
উল্লেখযোগ্য যে, উত্তর ফুলবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের কচিকাঁচা সুকল ছাত্র ছাত্রী থেকে শুরু করে অবিভাবকদের একগুচ্ছ অভিযোগ সুকলের প্রধান শিক্ষক শামসুল হক ও অন্যান্য শিক্ষকদের মধ্যে৷ এখন দেখার বিষয় সুকলের ছোট ছোট কচিকাঁচা ছাত্রছাত্রীরা প্রকন্ড রুদ্রের দাবদাহে বিকল্প জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে প্রতিবাদ করার পর তাদের দাবি-দাওয়া গুলি কতটুকু পূরণ হয় নাকি অচিরেই পড়ে থাকে তাদের এই সমস্যাগুলো৷ আজকের পথ অবরোধের ফলে কিছুটা হলেও যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে পথ যাত্রী দুভর্োগ পোহাতে হয় যাত্রীদের৷