
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন ৷৷ রাজ্যে দুটি মেডিক্যাল কলেজে উচ্চ শিক্ষায় কোর্স চালু করার জন্য সম্ভাবনা খতিয়ে দেখতে এইম্স এবং এমসিআই’র প্রতিনিধিদল রাজ্য সফর করেছে৷ ইমার্জেন্সি মেডিসিন এবং ফার্মাকোলজি এই দুটি এমডি কোর্স নীতি আয়োগের নির্দেশে রাজ্যের দুটি মেডিক্যাল কলেজে চালু করার সম্ভাবনা খতিয়ে দেখতেই তারা রাজ্যে এসেছেন৷ সূত্রের খবর, তাঁরা দুটি মেডিক্যাল কলেজ এবং মেডিক্যাল এডুকেশন অধিকর্তার অফিস সফর করেছেন৷ দুটি কলেজেই কোর্স গুলি চালু করার বিষয়ে তাঁরা সংশ্লিষ্টদের সাথে আলোচনাও করেছেন৷ এদিকে, এইম্সের দুই সদস্যের এক প্রতিনিধি দল আজ রাজ্যে এসেছেন৷ তাঁরা জিবি হাসপাতাল, ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং আইজিএম হাসপাতাল ঘুরে দেখেছেন৷ সূত্রের খবর, তাঁরা রাজ্যের জেলা হাসপাতাল গুলিও পরিদর্শন করবেন৷ এরপর তাঁরা একটি রিপোর্ট তৈরি করে নীতি আয়োগে জমা দেবেন৷
