নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ জুন৷৷ রবিবার সকালে বিশ্রামগঞ্জ থানাধীন বরকোবাড়ি এলাকার রঞ্জিত দেববর্মা নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি রেলে কাটা পরে মৃত্যু হয়৷ বয়স আনুমানিক সত্তর৷ জানা গেছে বহুদিন ধরে মানসিক রোগে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে৷ঘটনাটি ঘটে এসপি অফিস সংলগ্ণ এলাকার রেলরাস্তার মধ্যে৷
প্রত্যক্ষদর্শীরা জানায় তাকে কিছুক্ষণ আগে রাস্তায় ঘুরতে দেখেছে এলাকার মানুষ৷ কি করে এতো তাড়াতাড়ি এসেছে এবং রেল রাস্তায় বা কেন এলো,৷ রেললাইন এর ট্রেকে মাথার খুলি ছিটকে যায়৷ খবর দেওয়া হয় বিশ্রামগন থানায়৷দ্রুত ছুটে এসে পুলিশ মৃত ব্যাক্তির দেহটি বিশ্রামগন প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ময়নাতদন্তের পর মৃত ব্যাক্তির দেহটি তার আত্মীয় পরিজনের হাতে তুলে দেয়৷পুলিশ দুর্ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করছে৷