মথুরা (উত্তরপ্রদেশ), ১৬ জুন (হি.স.) : দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা। নিহত একই পরিবারের ছয় সদস্য। পাশাপাশি গুরুতর জখম দুই। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি উত্তরপ্রদেশে আগ্রার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে ঘটেছে।

এদিন সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ আগ্রার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। সংঘর্ষের বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে আগ্রার কৃষ্ণা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় একজন মৃত্যু হয়।
বাকি জখম হওয়া দুইজনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার সালাভ মাথুর জানিয়েছে গাড়িটি করে পারিবারটি আগ্রার তাজমহল দেখতে যাচ্ছিল। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ করা যেতে পারে যমুনা এক্সপ্রেসওয়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা। দুর্ঘটনারোধ করতে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।