রাজ্যের বিভিন্ন স্থানে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার চার পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ রাজধানী আগরতলা শহরের উজান অভয়নগর থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে ব্রাউনসুগার সহ৷ তার নাম হেচেন দেববর্মা৷ তার বাড়ি বিশালগড়ে৷ পুলিশ শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করেছে৷


প্রতিদিন ধর্মনগরের কোথাও না কোথাও শহরের সমাজ সচেতন মানুষের কারণে ধরা পড়ছে নেশা কারবারিরা৷ তার প্রমান বারবার মিলেছে বিভিন্ন নেশা বিরোধী অভিযানের সাফল্যে৷ ইদানিং আরক্ষা প্রশাসন সহ সাধারণ মানুষের কাছে খবর ছিল ধর্মনগরের কিছু ই-রিক্সা চালক তাদের ই-রিক্সা করে ব্রাউন সুগার ফেরি দিয়ে ছেলে-মেয়েদের হাতের নাগালে এনে দিচ্ছে৷ সেই মোতাবেক পুলিশ বিভিন্ন নেশা বিরোধী অভিযানের সূত্র ধরে আগে থেকেই মাঠে ছিল কিন্তু কোন সুফল আসেনি৷ শুক্রবার রাতে ধর্মনগর রাজা রাম মোহন রোড এলাকার মানুষ একটি ই-রিক্সা তাদের পাড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়৷ খবর দেওয়া হয় পুলিশে৷

তারা এসে ই-রিক্সা সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়৷ তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা এই ই-রিক্সা দিয়ে শহরের বিভিন্ন জায়গায় ড্রাগস সাপ্লাই করে৷ পুলিশতাদের জিজ্ঞাসা বাদ চালাছে৷ এদিকে আজ দুপুরে ধর্মনগর রাজবাড়ি এলাকার মানুষ কিছু ড্রাগস সহ এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়৷ সেও ই-রিক্সা চালক৷ তাকে আটক করে পুলিশ জানতে পারে সে বিজু দেবনাথের কাছ থেকে এই ব্রাউন সুগার কিনে এনেছে৷ সঙ্গে সঙ্গে পুলিশ বিজু দেবনাথের বাড়ি যায়, কিন্তু সে বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ তবে এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ৷