উমাকান্ত সুকলের ভর্তি সমস্যা নিয়ে শিক্ষা অঘিকর্তাকে ডেপুটেশন এনএসইউআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন ৷৷ উমাকান্ত একাডেমিতে একাদশ শ্রেণীতে ছাত্রভর্তিকে কেন্দ্র করে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য ছাত্র সংগঠন এন এস ইউ আই শনিবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এবং উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাত করে৷ তাতে সমাধান সূত্র বেরিয়ে এসেছে৷ এই সমাধান সূত্রকে সম্মানজনক সমাধান বলে আখ্যায়িত করেছে ছাত্র সংগঠন এনএসইউআই৷


রাজ্যের অন্যতম বনেদী সুকল উমাকান্ত একাডেমি৷ এই সুকল ছাত্র ভর্তি নিয়ে জটিলতা দেখা দেয়৷ উমাকান্ত একাডেমি থেকে করা মাধ্যমিক উর্ত্তীণ হয়েছে তাদের প্রত্যেকেই এই সুকলেই ভর্তি হতে চায়৷ কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে৷ মেরিটের ভিত্তিতে ছাত্র ভর্তি করার জন্য বিজ্ঞপ্তি জারি করেন প্রধান শিক্ষক৷ অন্যান্য সুকলের ছাত্ররাও যাতে উমাকান্ত সুকলে ভর্তির সুযোগ পায় সেই পথ খোলা রাখা হয়৷ তবে, সুকলের ছাত্রদের ক্ষেত্রে ৫ শতাংশ নম্বর ছাড় দিয়ে ভর্তির সুযোগ দেবার কথা উল্লেখ করেন প্রধান শিক্ষক৷ কিন্তু উমাকান্ত থেকে মাধ্যমিক উর্ত্তীণ ছাত্ররা তা কোন ভাবেই মানতে নারাজ৷ প্রধান শিক্ষকের সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্ররা আন্দোলনে সামিল হয়৷ শুক্রবার তারা মুখ্য্যমন্ত্রী বাড়ির সামনে অবরোধও সৃষ্টি করে৷ পুলিশ আন্দোলনকারী দুই ছাত্রকে সেখান থানায় তুলে নেয়৷ পুলিশের তুলে নেয়৷ পুলিশের এহেন কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷


উচ্চশিক্ষা অধিকর্তা ও উমাকান্ত একাডেমির প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এন এস ইউ আই রাজ্য সভাপতি রাকেশ দাস জানান, মেরিটের ভিত্তিতে ছাত্রভর্তির জন্য তারা দাবি জানিয়েছেন৷ সেক্ষেত্রে উমাকান্ত একাডেমী থেকে উর্ত্তীণ ছাত্রদের অগ্রাধিকার দিতে দাবিও জানানো হয়৷ আলোচনা কালে প্রধান শিক্ষক দাবি মেনে নিয়ে কলা বিভাগে আসল সংখ্যা বাড়িয়ে ১০০ করার কথা জানান৷ কলা ও বিজ্ঞান উভয় বিভাগে উমাকান্ত সুকলের ২০ জন করে ৪০টি অসন সংরক্ষিত রাখার কথাও ঘোষণা করেছেন৷ তাতে সন্তোষ ব্যক্ত করেছে এন এস ইউ আই৷
সর্বোপরি শিক্ষাদানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র সংগঠন এন এস ইউ আই ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন৷