নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.) : বাজেট আসন্ন তাই অর্থমন্ত্রকের অধীন পাঁচ দফতরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক বাজেট বৈঠকে বসছেন৷ আগামী ২০ জুন ওই বৈঠকে দেশের বৃদ্ধি উন্নয়ন এবং কর্মসংস্থার সৃষ্টিকে উজ্জীবিত করার রোড ম্যাপ তৈরি করা হবে৷

এদিকে, ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অবশ্য তার আগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বণিকসভা-সহ সংশ্লিষ্ট মহলের মতামত নিতে দেখা গিয়েছে তাঁকে৷ পাশপাশি, ব্যাংক, বিমা, এনবিএফসি-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও মূলধনী বাজারের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করেছেন৷ তাছাড়া বৈঠক হয়েছে পরিকাঠামো, টেলিকম, অপ্রচলিত শক্তি-সহ অন্যান্য শিল্পের সঙ্গেও।
আর্থিক ও মূলধনী বাজারের প্রতিনিধিরা কর্পোরেট বন্ডে লগ্নির ক্ষেত্রে খুচরো বিনিয়োগকারীদের উৎসাহ দিতে কর ছাড়ের পরিধি বাড়ানোর আবেদন রেখেছে। তাছাড়া বিমা ক্ষেত্রে টার্ম প্রকল্পে বিনিয়োগে অতিরিক্ত কর ছাড়েরও সুপারিশ করা হয়েছে। আবার বিভিন্ন পণ্যে জিএসটি ছাড়ের দাবি তুলেছে ব্যবসায়ীদের সংগঠন৷ সড়ক, রেল, টেলিকম ইত্যাদি পরিকাঠামো ক্ষেত্রে আরও বেশি মূলধন যোগানের আর্জি জানান হয়েছে ৷