বিশকেক-এ পৌঁছলেন প্রধানমন্ত্রী : শি-পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা মোদীর

বিশকেক, ১৩ জুন (হি.স.): প্রধানমন্ত্রী পদে পুনরায় ক্ষমতায় আসার পর, দ্বিতীয় ইনিংসের শুরুতেই বহুপাক্ষিক বৈঠক করতে বৃহস্পতিবার সকালেই কিরগিজস্তানের বিশকেক-এ রওনা হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে চেপে কিরগিজস্তানের বিশকেক-এ রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরেই বিশকেক পৌঁছন মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান বিশিষ্টজনরা। ১৩-১৪ জুন সেখানে এসসিও-র (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) শীর্ষ সম্মেলন। উপস্থিত কিছু রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চিন এবং রাশিয়ার মতো দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। 


বিদেশ মন্ত্রক সূত্রের খবর, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশকেক-এ উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তবে, তাঁর সঙ্গে মোদীর আনুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) রাষ্ট্রগুলির তালিকায় অন্তর্ভুক্তির পরে ওই সম্মেলনে এটি ভারতের দ্বিতীয় অংশগ্রহণ। বিশেষজ্ঞদের মতে, এসসিও সম্মেলনে সন্ত্রাস মোকাবিলা এবং অবাধ যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর ব্যাপারে কথা বলাই প্রাথমিক লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।