সাংবাদিক দেবজ্যোতি চক্রবর্তীও চলে গেলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ প্রবীন সাংবাদিক দেবজ্যোতি চক্রবর্ত্তী গতকাল প্রয়াত হয়েছেন৷ ১৯৮৮ সালে সাংবাদিকতা কাজ ছেড়ে দিয়ে তথ্য সংসৃকতি দপ্তরে রিপোর্টার পদে কাজে যোগ দেন৷ অবসর গ্রহণের পূর্বেই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ অসুস্থতার ফলে তিনি বাক্শক্তি হারান৷ এই অবস্থাতেই তিনি চাকুরী জীবন থেকে অবসরে যান৷

বাক্শক্তি রহিত দেবজ্যোতি চক্রবর্তী জীবনের শেষ সময়টুকু গৃহবন্দী হয়েই কাটিয়ে দিয়েছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর৷ তিনি স্ত্রী এক পুত্র দুি কন্যা সহ বহু আত্মীয় পরিজন রেখে গেছেন৷ তাঁর মৃত্যুতেদ্রদ আগরতলা প্রেস ক্লাব গভীর শোক ব্যক্ত করেছে৷ আজ সকালে দেবজ্যোতির শেষকৃত্য সম্পন্ন হয় বটতলা মহাশ্মশানে৷