নটিংহ্যাম, ১৩ জুন (হি.স.) : হতাশা বাড়িয়ে ট্রেন্ট ব্রিজে ভারত-নিউজিল্যান্ড ম্যাচও ভেস্তে যাওয়ার আশঙ্কা। বৃহস্পতিবার নটিংহ্যামের আকাশের মুখ ভার। বরুণদেবের দেখা তো নেইই, বরং বলা ভালো গ্রাউন্ডসম্যানদের নাচিয়ে ছাড়ছে বেহায়া বৃষ্টি। দফায় দফায় মাঠ পরিদর্শনে আম্পায়াররা। তবে খেলা শুরু হওয়া তো দূর অস্ত, নির্ধারিত সময়ের একঘন্টা অতিক্রান্ত হলেও ট্রেন্ট ব্রিজে এখনও অবধি টস করে উঠতে পারেননি দু’দলের অধিনায়ক। বেশ কয়েকবার বৃষ্টি থামায় পিচের কভার সরিয়ে নেওয়া হলেও বারংবারই অনুরাগীদের ধৈর্য্যচ্যুতি ঘটাচ্ছে আবহাওয়া। আশঙ্কা সত্যি প্রমাণিত করে সকাল থেকেই
রোদ্দুরের দেখা নেই, বিগত কয়েকদিন ধরেই চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। তাই চলতি বিশ্বকাপের চতুর্থ ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কায় প্রহর গুনছিলোই ট্রেন্ট ব্রিজ। বুধবার যদিও ঘন্টাখানেকের নেট সেশনের সুযোগ পেয়েছেন কোহলিরা। কিন্তু ম্যাচের দিন সকাল থেকেই ফের বাধ সেধেছে বৃষ্টি। আবহাওয়াকে হারিয়ে ক্রিকেট কি ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার জিততে পারবে ক্রিকেট? সেটার জন্য অপেক্ষা আরও কিছু সময়ের।