নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ জুন৷৷ শিশুর শ্লীলতাহানির অভিযোগ উঠল পয়ষট্টি বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ বিশালগড় থানার অধীন অফিসটিলার শিতলটিলার রাবার বাগান এলাকায়৷ অভিযুক্ত ব্যক্তির নাম কমল নমঃ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির সাথে ওই শিশুর পরিবারের সুসম্পর্ক রয়েছে৷ সেই সুবাদে শিশুটির বাড়িতে তার যাওয়া আসা আছে৷ গতকাল সন্ধ্যায় কমল নমঃ ওই শিশুকে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল৷ রাস্তায় ওই শিশুটির জামাকাপড় খুলে ফেলে বলে অভিযোগ৷ এই ব্যাপারে শিশুটির বাবা বিশালগড় মহিলা থানায় একটি মামলা দায়ের করেছেন৷ মামলার নম্বর ১১/১৯৷ মামলাটি হয়েছে ইউএস ৩৫৪(এ)/ ৫১১ আইপিসি এবং পক্সো আইন মোতাবেক৷