নয়াদিল্লি, ৫ জুন (হি. স.): বুধবার, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটারে দেশবাসীকে গাছ লাগানোর আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের টুইটার হ্যান্ডেলে এদিন তিনি লিখেছেন, “আমাদের দেশ পরিবেশকে ঈশ্বর হিসেবে মানতে শিখিয়েছে। এই পৃথিবীকে কী করে আরও সুন্দর করে গড়ে তোলা যায়, তার উপায় ভাবতে হবে আমাদের। শুধু গাছের চারা পুঁতলেই হবে না, এর রক্ষণাবেক্ষণও করতে হবে।” এদিন থেকে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর শুরু করলেন ‘সেলফি উইথ স্যাপলিং’ প্রকল্প।
বিশ্ব পরিবেশ দিবসে টুইট করে আগামী দিনকে আরও সুন্দর করে তুলতে গাছের প্রয়োজনীয়তা উপলব্ধি করে দেশের মানুষকে গাছ লাগানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গ্রহকে আরও সুন্দর করে তুলতে গাছের প্রয়োজনীয়তা নিয়ে বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে টুইট করেন তিনি। অন্যদিকে, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর শুরু করলেন সেলফি উইথ স্যাপলিং ক্যাম্পেন। এই প্রকল্পে দেশবাসীকে গাছের চারা পুঁতে তার সঙ্গে সেলফি তুলে তা পোস্ট করার অনুরোধ করেছেন তিনি। এদিন গাছের চারা লাগিয়ে এই প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেট তারকা কপিল দেব এবং অভিনেতা জ্যাকি শ্রফ। এছাড়াও, বায়ু দূষণ কমাতে কী কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়েও সাধারণ মানুষকে মতামত জানাতে অনুরোধ করেন তিনি।