মাদ্রিদ, ২ জুন (হি.স.) : টটেনহ্যাম হটস্পারকে ২-০ হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিল লিভারপুল৷ এর ফলে ৬ বারের ইউরোপ সেরা দ্য রেডস৷ সেই সঙ্গে প্রথমবার ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতলেন জুর্গেন ক্লপ৷

১১ বছর পর ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের দুই ক্লাব। মহম্মদ সালাহ, সাদিও মানে, সন হিউং মিন, লুকাসদের সঙ্গে নিজেকে সেরা প্রামাণের লড়াইয়ে ছিলেন জার্মান কোচ৷ ফাইনালের ‘ব্যাড প্যাচ কাটিয়ে শনিবার রাতে এস্তাদিও মেট্রোপলিটানোয় নিজেকে ‘লাকি’ প্রমাণ করলেন ক্লপ৷
ম্যাচের শুরুতেই মহম্মদ শালাহের গোলে এগিয়ে যায় লিভারপুর৷ ম্যাচের প্রথম মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন শালাহ৷ গত মরশুমে চোটের জন্য ফাইনালে খেলা হয়নি মিশরীয় এই ফরোয়ার্ডের৷ কিন্তু এবার শুরুতেই পার্থক্য গড়েন দেন৷ ম্যাচের শেষ দিকে অর্তাৎ ৮৭ মিনিটে ওরিগির গোলে টটেনহ্যামকে হারিয়ে ইউরোপ সেরার খেতাব জিতে নেয় লিভারপুল৷
এ নিয়ে ছ’বার ইউরোপীয় খেতাব জিতল ‘দ্য রেডস’৷ আর ২০১৫ সালে লিভারপুলের দায়িত্ব নেওয়া ক্লপ প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন প্রথমবার৷ ইংল্যান্ডের ক্লাব হিসেবে সবচেয়ে বেশিবার ইউরোপীয়ন কাপ জিতল লিভারপুল৷ তিনবার উয়েফা কাপ ও তিনবার উয়েফা সুপার কাপ৷ এছাড়াও দ্য রেডসের দখলে ১৮টি লিগ খেতাব, ৭টি এফএ কাপ এবং রেকর্ড সংখ্যক ৮বার লিগ কাপ এবং ১৫বার এফএ কমিউনিটি শিল্ড ও একবার ফুটবল লিগ সুপার কাপ চ্যাম্পিয়ন লিভারপুল৷