লিবিয়ান ন্যাশনাল আর্মির সদর দফতরের সামনে বিস্ফোরণ, জখম ১৮

ত্রিপোলি, ২ জুন (হি.স.) : রবিবার সকালে লিবিয়ান ন্যাশনাল আর্মির সদর দফতরের সামনে এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন জখম হয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। লিবিয়া প্রশাসক গদ্দাফির মারা যাওয়ার পর থেকে লিবিয়া দু অংশে বিভক্ত হয়ে যায়।

খালিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি ও মার্কিন সেনা সমর্থিত আভ্যন্তরীন সরকারের সেনাবাহিনী সংঘর্ষ এখন এখানে রোজকার বিষয়।পূর্ব লিবিয়া লিবিয়ান ন্যাশনাল আর্মির দখম মুক্ত করতে সচেষ্ট মার্কিন সেনা সমর্থিত আভ্যন্তরীন সরকারের সেনাবাহিনী। এদিন লিবিয়ান ন্যাশনাল আর্মির সদর দফতরের সামনে দুটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।