ত্রিপুরা সহ পূর্বোত্তরের বিভিন্ন ট্রেনে যোগ হচ্ছে অতিরিক্ত কামরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ আগরতলা-গর্জি এবং আগরতলা-ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত কামরা জুড়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ তাতে মোট ৪৯০টি আসন বেড়েছে৷ এছাড়া, জনপ্রিয় প্যাসেঞ্জার ট্রেনগুলিতেও পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে অতিরিক্ত কামরা জুড়ে দেওয়ায় অতিরিক্ত ৮১০টি আসন বেড়ে গিয়েছে৷ মূলত, স্বাচ্ছন্দ্যের পাশাপাশি অধিক যাত্রী পরিবহণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূবর্োত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা৷


শর্মা জানান, আগরতলা-গর্জি দুটি প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত কামরা যুক্ত করা হয়েছে৷ ৫৫৬৮১/৫৫৬৮২ এবং ৫৫৬৮৩/৫৫৬৮৪ এই দুটি ট্রেনে চারটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরা এবং একটি লাগেজ ভ্যান জুড়ে দেওয়া হয়েছে৷ তাতে ওই ট্রেনগুলিতে বর্তমানে যাত্রীদের জন্য অতিরিক্ত চারশোটি নতুন আসন উপলব্ধ হয়েছে৷ তিনি আরও জানান, ৫৫৬৭৯/৫৫৬৮০ আগরতলা-ধর্মনগর ট্রেনেও সাধারণ দ্বিতীয় শ্রেণির একটি কামরা জুড়ে দেওয়া হয়েছে৷ ফলে, এই ট্রেনের যাত্রীরা এখন থেকে অতিরিক্ত ৯০টি আসন পরিষেবার সুবিধা পাবেন৷


প্রণবজ্যোতি শর্মার কথায়, পূবর্োত্তরের আরও কয়েকটি জনপ্রিয় প্যাসেঞ্জার ট্রেনেও অতিরিক্ত কামরা যুক্ত করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে৷ তিনি জানান, ৫৫৬১৫/৫৫৬১৬ গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে একটি এসি-থ্রি টায়ার কোচ লাগানো হয়েছে৷ তাতে ৬৪টি অতিরিক্ত আসন ওই ট্রেনে উপলব্ধ হচ্ছে৷ পাশাপাশি নিউ বঙাইগাঁও-গুয়াহাটি তিনটি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে সাধারণ দ্বিতীয় শ্রেণির তিনটি কামরা যুক্ত হয়েছে৷ ফলে, ৫৫৮০৩/৫৫৮০৪, ৫৫৮০৯/৫৫৮১০ এবং ৫৫৮১৭/৫৫৮১৮, এই তিনটি ট্রেনে এখন থেকে অতিরিক্ত ২৭০টি আসন উপলব্ধ হবে৷


প্রণবজ্যোতি শর্মার কথায়, রাঙাপাড়া-রঙিয়া ৫৫৮৯৩/৫৫৮৯৪ এবং ৫৫৮৯৫/৫৫৮৯৬ একজোড়া প্যাসেঞ্জার ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণির চারটি কোচ যুক্ত করা হয়েছে৷ তাতে, ওই দুটি ট্রেনে ৩৬০টি অতিরিক্ত আসন পাচ্ছেন যাত্রীরা৷ তিনি আরও জানান, ১৫৭১৫/১৫৭১৬ কিষাণগঞ্জ-আজমের গরিব নওয়াজ এক্সপ্রেস ট্রেনে কিষাণগঞ্জ থেকে একটি এসি-থ্রি টায়ার যুক্ত করা হয়েছে৷ ফলে, ওই ট্রেনের যাত্রীরা অতিরিক্ত ৬৪টি এসি আসনের সুবিধা পাচ্ছেন৷ একইভাবে ১৫৭২১/১৫৭২২ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস ট্রেনে নিউ জলপাইগুড়ি প্রান্ত থেকে একটি এসি-থ্রি টায়ার কামরা জুড়ে দেওয়া হয়েছে৷ তাতে ওই ট্রেনের যাত্রীরাও অতিরিক্ত ৬৪টি এসি আসনের সুযোগ পাবেন৷


জনসংযোগ আধিকারিক শর্মার বক্তব্য, বিভিন্ন ধরনের কোচ সংযোগের মাধ্যমে স্থায়ীভাবে বেশ কিছু যাত্রীবাহী ট্রেনের ক্ষমতা বাড়িয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে৷ এই অঞ্চলের রেল যাত্রীদের জন্য আরও ট্রেনে অধিক আসনের ব্যবস্থা করার যে নীতি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে গ্রহণ করেছে তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই প্রয়াস, দাবি করেন তিনি৷ তাঁর আরও দাবি, অতিরিক্ত কোচ জুড়ে দেওয়ায় অধিক সংখ্যায় যাত্রী স্বাচ্ছন্দ্যের সাথে যাতায়াত করতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *