শ্রীনগর, ৩১ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি| বৃহস্পতিবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই-সহ মোট ৪ জন| এছাড়াও গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ন’জন| আহতদের উদ্ধার করে ডোডা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ডোডা জেলার খেলানি নাল্লাহ এলাকায়| নিহতদের নাম হল, বাদল, তাঁর ভাই অক্ষয় কুমার, অশ্বিনী কুমার এবং চাঙ্কু রাম|
জেলা পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে খেলানি নাল্লাহ এলাকায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি গাড়ি (জে কে ০২ এ এন- ৮১৮৬)| ‘অভিশপ্ত’ ওই গাড়িটিতে চালক-সহ মোট ১৩ জন যাত্রী ছিলেন| দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জনই| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ১৩ জনকে উদ্ধার করে ডোডা জেলা হাসপাতালে ভর্তি করা হলে, চিকিত্সা চলাকালীন দুই ভাই-সহ ৪ জনের মৃতু্য হয়েছে| বাকি ন’জন বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল গাড়িটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রধান মেডিক্যাল অফিসার (ডোডা) ড. মুস্তাক আহমেদ জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আহত হয়েছেন ন’জন| তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর|