নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): গত কয়েকদিন ধরে লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের মূল্য। জ্বালানি তেল মহার্ঘ্য হওয়ায় চিন্তা বাড়ছিল সাধারণ মানুষের। অবশেষে পুনরায় সস্তা হল পেট্রোল-ডিজেল। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। মধ্যরাত থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, যথাক্রমে এই চারটি মেট্রো সিটি-সহ দেশের সমস্ত শহরে সস্তা হয়েছে পেট্রোল ও ডিজেল। নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে যথাক্রমে, ০.০৬ পয়সা (নয়াদিল্লি), ০.০৬ পয়সা (কলকাতা), ০.০৬ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে ০.০৬ পয়সা| পাশাপাশি উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে, ০.০৬ পয়সা (নয়াদিল্লি), ০.০৬ পয়সা (কলকাতা), ০.০৬ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে ডিজেলের দাম কমেছে ০.০৭ পয়সা।
বৃহস্পতিবার নয়াদিল্লি-সহ চারটি মেট্রো সিটিতে পেট্রোলের দাম কমে হয়েছে, ৭১.৮০ টাকা প্রতি লিটার দিল্লিতে, ০.০৬ পয়সা কমার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হল ৭৩.৮৬, মুম্বইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৭.৪১ টাকা এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম হল, ৭৪.৫৩| পাশাপাশি চারটি মেট্রো সিটিতে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে, ৬৬.৬৩ (নয়াদিল্লি), ৬৮.৩৯ (কলকাতা), ৬৯.৮২ (মুম্বই) এবং চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে ৭০.৪৩ টাকা| প্রসঙ্গত, জ্বালানি তেলের দর পুনরায় কমায় স্বস্তিতে আমজনতা।