BRAKING NEWS

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ মহিলার অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির দায়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শঙ্কর ভৌমিক নামের এক ব্যক্তিকে৷


ঘটনার বিবরণে জানা গেছে, দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি রামরাইবাড়ির এক উপজাতি গৃহবধূ মঙ্গলবার জোলাইবাড়ি ফাঁড়ি থানায় শঙ্কর ভৌমিকের নামে শ্লীলতাহানির এক অভিয়োগ দায়ের করেছিলেন৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ এক মামলা রুজু করে৷ পরবর্তীতে মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ শঙ্কর ভৌমিককে গ্রেফতার করেছে৷


উপজাতি জনগোষ্ঠীর ওই মহিলার অভিযোগ, সোমবার দক্ষিণ জোলাইবাড়ির বাসিন্দা শঙ্কর ভৌমিক তার বাড়িতে প্রবেশ করে বলপূর্বক তাকে শ্লীলতাহানি করেছেন৷ তাই ঘটনার বিচার চেয়ে বাধ্য হয়ে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন৷ তবে অভিযোগ দায়েরের পর-পরই অভিযুক্তকে গ্রেফতার করায় সন্তোষ ব্যক্ত করেছেন অভিযোগকারিণী মহিলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *