BRAKING NEWS

বিগত ৪ মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় শহিদ জওয়ানের সংখ্যা ৬১, মৃত্যু ১১ জন সাধারণ নাগরিকের : স্বরাষ্ট্রমন্ত্রক

জম্মু, ২৮ মে (হি.স.): চলতি বছরের প্রথম ৪ মাসে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন ৬১ জন জওয়ান| এছাড়াও ২০১৯ সালের জানুয়ারি থেকে মে মাসের ২৮ তারিখ পর্যন্ত ১৭৭টি সন্ত্রাসী হামলা সংক্রান্ত ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১ জন সাধারণ নাগরিক| এখানেই শেষ নয়, সন্ত্রাসী হামলায় আহতের সংখ্যা ১৪২ জন| স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্যই জানানো হয়েছে|

বিশিষ্ট সমাজকর্মী রোহিত চৌধুরীর তথ্য জানার অধিকার আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রকের ডিরেক্টর সুলেখা জানিয়েছেন, বিগত ৪ মাসে জম্মু ও কাশ্মীরে ১৭৭টি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ৬১ জন জওয়ান| মৃত্যু হয়েছে ১১ জন সাধারণ নাগরিকের|


স্বরাষ্ট্রমন্ত্রকের ডিরেক্টর সুলেখা আরও জানিয়েছেন, সন্ত্রাসী হামলা সংক্রান্ত ঘটনায় আহত হয়েছেন ৭৩ জন জওয়ান এবং ৬৯ জন সাধারণ নাগরিক আহত হয়েছে| উল্লেখ্য, কিছুদিন আগেই নদার্ন কমান্ড-এর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট রণবীর সিং জানিয়েছিলেন, চলতি বছরে এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ৮৬ জন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে| পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ২০ জন আতঙ্কবাদীকে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *