নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ এবার রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম বোঝার জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে শিক্ষা দপ্তর৷ ৩ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ৪৪০০ সরকারী এবং সরকারী অনুদানপ্রাপ্ত বিদ্যালয় এবং ১৮০টি মাদ্রাসায় প্রথম শ্রেণী অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠ্যক্রম বোঝার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে৷

এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, রাজ্যে অনক ছাত্রছাত্রী রয়েছে যাদের অক্ষর, শব্দ, প্যারা সম্পর্কে জ্ঞান নেই৷ তাঁর কথায়, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ১৮ শতাংশ ছাত্রছাত্রীর অক্ষর জ্ঞান রয়েছে৷ ১৬ শতাংশ ছাত্রছাত্রী শব্দ জ্ঞান, ১৬ শতাংশ ছাত্রছাত্রী প্যারা পড়তে পারে এবং ৪৩ শতাংশ ছাত্রছাত্রী গল্প পড়তে সক্ষম৷ তাদের সকলকে একটি স্তরে আনার চেষ্টা শুরু হয়েছে৷
শিক্ষামন্ত্রী বলেন, তিনটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে ছাত্রছাত্রীদের৷ মোট ৩ লক্ষ ১৬ হাজার ২৭০ জন ছাত্রছাত্রীদের এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে৷ তাতে, ৪৫০০ প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং শিক্ষক-শিক্ষিকারা ও বিদ্যালয় পরিদর্শকরা ওই ছাত্রছাত্রীদের প্রশিক্ষণে ভূমিকা নেবেন৷
শিক্ষামন্ত্রীর কথায়, আজ আটটি জেলায় এই লক্ষ্যে প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিদর্শক এবং জেলা শিক্ষা আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এনসিইআরটি-র অভিজ্ঞ প্রশিক্ষকদের পদ্ধতি অনুসরণ করেই তাঁদের প্রশিক্ষণ হয়েছে৷ আগামীকাল থেকে প্রত্যেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা অন্যান্য শিক্ষক- শিক্ষিকাদের প্রশিক্ষণ দেবেন৷ শিক্ষামন্ত্রী বলেন, টানা তিন মাস ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে৷ সেই মোতাবেক শিক্ষক-ি শক্ষিকাদের প্রশিক্ষিত হতে হবে৷ তাঁর কথায়, ৩ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের প্রক্রিয়া চলবে৷ এরপর তাদের পরীক্ষা নেওয়া হবে৷ তাতেই বোঝা যাবে, ছাত্রছাত্রীদের শিক্ষার স্তর কতটা উন্নত হয়েছে, বলেন শিক্ষামন্ত্রী৷