BRAKING NEWS

রবার্ট বঢরা ও তাঁর সহযোগীকে নোটিস জারি করল দিল্লি হাইকোর্ট, পরবর্তী শুনানি ১৭ জুলাই

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): অর্থ তছরুপ মামলায় রবার্ট বঢরা ও তাঁর সহযোগী মনোজ আরোর-র অর্ন্তবর্তীকালীন জামিন বাতিল করার জন্য গত ২৪ মে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ইডি-র আবেদনের প্রেক্ষিতে রবার্ট বঢরা ও তাঁর সহযোগী মনোজ আরোর-র বিরুদ্ধে নোটিস জারি করল দিল্লি হাইকোর্ট| পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৭ জুলাই|

গত এপ্রিল মাসে রবার্ট বঢরা ও তাঁর ঘনিষ্ঠ সহযোগী মনোজ আরোরাকে অর্ন্তবর্তীকালীন জামিন প্রদান করেছিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারপতি অরবিন্দ কুমার| সেই আগাম জামিন বাতিল করার জন্যই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি| দিল্লি হাইকোর্টে ইডি জানিয়েছিল, গ্রেফতারি এড়াতে রবার্ট বঢরাকে যে রক্ষাকবচ প্রদান করা হয়েছে, মামলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তা ক্ষতিকর| ইডি আরও জানিয়েছিল, মামলার তথ্যপ্রমাণ ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বঢরা| তাই জামিন বাতিল করা হোক|ইডি-র সেই আবেদনের প্রেক্ষিতে সোমবার রবার্ট বঢরা ও তাঁর সহযোগী মনোজ আরোরার বিরুদ্ধে নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *