নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ মে৷৷ ছাত্র সংগঠনের এক নেতার উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে অগ্ণিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে খোয়াই কলেজ চত্বর৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে৷

সংবাদে প্রকাশ, শুক্রবার খোয়াই দশরথ দেব কলেজের এবিভিপি ছাত্র সংগঠনের কর্মকর্তারা গতকাল বিজেপির লোকসভা নির্বাচনে জয়ের পরিপ্রেক্ষিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ মূলত এই আলোচনা সভা ছিল আগামীদিনের সাংগঠনিক কর্মসূচী নিয়ে৷ আলোচনা শেষ করার পর কলেজ চত্বর থেকে বিকাল তিনটা নাগাদ এবিভিপি ছাত্র সংগঠনের খোয়াইয়ের বিস্তারক অনল সরকার বেরিয়ে আসর সময় তাকে মারধর করা হয়৷ কলেজের শেষ বছরের ছাত্র রাজকমল দত্ত সহ পাঁচ ছয়জন সংঘবদ্ধ ভাবে তার উপর হামলা করে৷ তাকে রক্তাক্ত করা হয়৷
মুহুর্তের মধ্যেই কলেজ চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ গুরুতর আহত অবস্থায় অনল সরকারকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাকে ভর্তি করানো হয়েছে৷ এদিকে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খোয়াই কলেজে ছুটে যায় এবিভিপির কর্মী সমর্থকরা৷ তারা কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে৷ খবর পেয়ে সেখানে পৌঁছে খোয়াইয়ের এসডিপিও সৌরভ সেন সহ থানার পুলিশ ও বিশাল সংখ্যায় টিএসআর বাহিনী৷
এবিভিপির কর্মী সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়৷ সংগঠনের তরফ থেকে দাবী জানানো হয়েছে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে৷ পুুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস পাওয়ার পর সন্ধ্যা সাতটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নিয়েছে এবিভিপির কর্মী সমর্থকরা৷ তবে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা৷