BRAKING NEWS

ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের, দিন দিন চিন্তা বাড়ছে সাধারণ মানুষের

নয়াদিল্লি ও কলকাতা, ২৫ মে (হি.স.): জ্বালানি তেলের দর বেড়েই চলেছে| লোকসভা নির্বাচন মিটে গিয়েছে| ৩০৩ সংসদীয় আসনে জয়লাভ করে পুনরায় দিল্লির কুর্সিতে বসতে চলেছে মোদী সরকার| কিন্তু, আম জনতার অস্বস্তি বাড়িয়ে বিগত কয়েকদিন ধরে ছুটে চলেছে পেট্রোল ও ডিজেলের দর| শনিবার ফের বাড়ল জ্বালানি তেলের দাম| মধ্যরাত থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইতে দামি হয়েছে পেট্রোল ও ডিজেল| দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইতে যথাক্রমে, ০.১৪ পয়সা, ০.১৪ পয়সা, ০.১৪ এবং ০.১৫ পয়সা করে  বেড়েছে পেট্রোলের দাম| এছাড়াও উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম বেড়েছে ১২-১৩ পয়সা পর্যন্ত| দিল্লিতে ডিজেলের দাম বেড়েছে ০.১২ পয়সা, কলকাতায় ০.১২ পয়সা, মুম্বইতে ০.১২ এবং চেন্নাইতে ০.১৩ পয়সা বেড়েছে ডিজেলের দাম|

নতুন মূল্য অনুযায়ী দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৭১.৫৩ টাকা, কলকাতায় ৭৩.৬০ টাকা, মুম্বইতে ৭৭.১৪ টাকা এবং চেন্নাইতে ৭৪.২৫ টাকা| পাশাপাশি দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৬.৫৭ টাকা, কলকাতায় ৬৮.৩৩ টাকা, মুম্বইয়ে ৬৯.৭৫ টাকা এবং তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে ডিজেলের বর্ধিত দাম হল ৭০.৩৭ টাকা| রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, বিশ্ব বাজারে ফের মাথা তুলে দাঁড়িয়েছে তেলের দাম| তাই সামঞ্জস্য রাখতেই ভারতেও বাড়ছে জ্বালানি তেলের দাম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *