নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সন্ত্রাসের খবর মিলছে৷ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোটা গণনার পর থেকে শুরু হয়েছে এই সন্ত্রাসে শুক্রবার রাতে খবর লেখা পর্যন্ত চলতে থাকে এই হিংসার৷ বিভিন্ন জায়গায় বাড়ি ঘরে হামলা, গাড়ি, মোটরসাইকেল পুড়িয়ে ফেলার পাশাপাশি আক্রান্ত হচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা৷ রাজনৈতিক হামলার পাশাপাশি সাংবাদিকদের বাড়ি ঘরেও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ৷

পশ্চিম থানার আধীন লঙ্কামুড়া এলাকার বাসিন্দা সাংবাদিক কল্যাণ দেবনাথের বাড়িতে দুসৃকতিরা হামলা চালিয়েছে৷ বাড়ির সামনের রেশনসোপ তছনছ করে ফেলা হয়েছে৷ চড়িলামের সাংবাদিক জ্যোতির্ময় সাহাকে হুমকি দেওয়া হয়েছে৷ তাছাড়া শহরতলীর খয়েরপুর, বণিক্য চৌমুহনী, রামনগর সহ অন্যান্য মহকুমাতে নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ উঠেছে৷ এদিকে, আজ সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপিকে কড়া টক্কর দিতে পেরেছি৷ তাই, কংগ্রেস কর্মীদের নিশানা করা হচ্ছে৷ এখন পর্যন্ত শতাধিক কংগ্রেস কর্মী সন্ত্রাসের শিকার হয়েছেন৷ প্রদ্যুৎ বলেন, বেশ কয়েকজন কংগ্রেস কর্মী জি বি হাসপাতালে ভর্তি রয়েছেন৷
প্রদ্যুতের কথায়, সন্ত্রাসের শিকার কর্মীদের থানায় মামলা করার জন্য বলা হয়েছে৷ কারণ, সমস্ত মামলা একত্রিত করে ক্ষতিপূরণের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে৷ তিনি বলেন, ১৯৯৩ সালে এমনই নির্বাচনোত্তর সন্ত্রাসের ঘটনায় ত্রিপুরা হাইকোর্টে মামলা করা হয়েছিল৷ তখন হাইকোর্ট রাজ্য সরকারকে ক্ষতিপূরণ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল৷ তাই, এখন নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার সকলকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কংগ্রেস৷