নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করলেন নতুন চারজন বিচারপতি| শুক্রবার সকালে বিচারপতি অনিরুদ্ধ বসু, বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই এবং বিচারপতি সূর্য কান্তকে সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| নতুন চারজন বিচারপতি শপথগ্রহণ করার পর সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বেড়ে হল-৩১| শুক্রবার সকালে শীর্ষ আদালতের অন্যান্য বিচারপতিদের উপস্থিতিতে ১ নম্বর কোর্টে নতুন চারজন বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ|
প্রসঙ্গত, গত বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসু, বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই এবং বিচারপতি সূর্য কান্তকে সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগে সম্মতি দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| এরপর শুক্রবার সকালে নতুন চারজন বিচারপতি শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথগ্রহণ করলেন|