BRAKING NEWS

বিহারে ধূলিসাৎ আরজেডি-কংগ্রেস, মোদীকে শুভেচ্ছা নীতিশের

পাটনা, ২৩ মে (হি.স.) :   লোকসভা নির্বাচনে বিপুল ভাবে জয়যুক্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাশাপাশি বিহারের ৪০টি লোকসভা আসনে আরজেডি-কংগ্রেস জোটকে চূর্ণ করে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এখনও পর্যন্ত ৩৯টি আসনে এগিয়ে র‍য়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বক্সরে বিজেপি প্রার্থী অশ্বিনীকুমার, বেগুসরাইয়ে কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং চৌহান, পাটনাসাহিবে রবিশঙ্কর প্রসাদ, পূর্ব চম্পারণ থেকে বিজেপির রাঁধা মোহন সিং, সারন থেকে রাজীব প্রতাপ রুডি জয়যুক্ত হয়েছে। 

জোটের এই সাফল্যের পর জেডি(ইউ) নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, দেশজুড়ে যে বিপুল সমর্থন প্রধানমন্ত্রী পেয়েছেন তার জন্য তাঁকে অভিনন্দন জানাই। জনগণ স্পষ্ট জনাদেশ দিয়েছে। ফলে আমাদের উপর অনেক দায়িত্ব এসে পড়েছে। নির্বাচনের সময় পরিস্থিতি হিংসাত্মক করে দেওয়ার চক্রান্ত হয়েছিল। কিন্তু জনগণ তা ব্যর্থ করে দিয়েছে। অনগ্রসর শ্রেণীর উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *