পুলওয়ামায় হিজবুল জঙ্গির ভাইয়ের মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ

শ্রীনগর, ২৩ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় রহস্যজনকভাবে মৃত্যু হল হিজবুল মুজাহিদিন জঙ্গির ভাইয়ের| বৃহস্পতিবার সকালে পুলওয়ামা শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নাইরা গ্রাম থেকে উদ্ধার হয় হিজবুল মুজাহিদিন জঙ্গির ভাইয়ের দেহ| মৃতের নাম হল, জহুর আহমেদ| এই ঘটনায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সক্রিয় হিজবুল মুজাহিদিন জঙ্গি ইরফান আহমেদের ভাই ছিল জহুর আহমেদ| বৃহস্পতিবার সকালে নাইরা গ্রাম থেকে উদ্ধার হয় জহুর আহমেদের রক্তাক্ত-গুলিবিদ্ধ দেহ| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে| কীভাবে মৃত্যু হল ওই সাধারণ নাগরিকের তা তদন্ত করে দেখছে পুলিশ| এই ঘটনার নেপথ্যে জঙ্গিদের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *