
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে ৷৷ দিল্লি কার দখলে? সকাল থেকেই তার অনুমান শুরু হয়ে গিয়েছে৷ ঘড়ির কাটায় আজ সকাল ৮টা বাজতেই সারা দেশে লোকসভা নির্বাচনের গণনা শুরু হয়ে গিয়েছে৷ প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালটের৷ এরপর শুরু হবে ইভিএমের গণনা৷কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সমস্ত গণনা কেন্দ্রে৷ প্রাথমিক প্রবনতায় বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে৷ সেক্ষেত্রে কংগ্রেস খুড়িয়ে খুড়িয়ে চলছে৷

