নিরবচ্ছিন্ন পরিষেবা পাঁচ আধিকারিককে জেলা অভিভাবকের দায়িত্ব দিল বিদ্যুৎ নিগম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার লক্ষ্যে বিদ্যুৎ নিগমের শীর্ষ পদাধিকারীদের জেলা অভিভাবক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে৷ বিদ্যুৎ নিগমের পাঁচ আধিকারিককে এই দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁরা বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্ত বিষয় দেখাশোনা করবেন৷


সংস্থার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এক বিজ্ঞপ্তি জানি করে জানিয়েছেন, এখন থেকে বিদ্যুৎ পরিষেবায় আরও উন্নতি আনতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ সেক্ষেত্রে নিগমের পাঁচ আধিকারিকদের বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে৷ বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে, ধলাই এবং খোয়াই জেলার দায়িত্বে ডিরেক্টর ট্যাকনিকেল এস কে সিং, পশ্চিম ও সিপাহীজলার দায়িত্বে ডিরেক্টর ফিনান্স অর্ণব চক্রবর্তী, মোগতি ও দক্ষিণ জেলার দায়িত্বে জেনেরাল ম্যানেজার টেকনিক্যাল নরেশ চন্দ্র দাস, উত্তর ও ঊনকোটি জেলার দায়িত্ব এডিশনাল জেনেরাল ম্যানেজার কনক লাল দাস এবং ট্রান্সমিশন সিস্টেমের জন্য এডিশনাল জেনেরাল ম্যানেজার রঞ্জন দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷


বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া, সংস্কার, বিল সংগ্রহ, হুক লাইনের বিরুদ্ধে অভিযান এবং সুরক্ষা ব্যবস্থার প্রতি বিশেষ নজর দেবে ওই আধিকারিকরা৷ বিভিন্ন সময় ঝড়ে বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্থ হলে দায়িত্বপ্রাপ্ত ওই আধিকারিকরা জেলাভিত্তিক সমস্যা সমাধানে উদ্যোগী হবেন৷ তাছাড়া, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে বিশেষ শিবিরের আয়োজন এবং বিদ্যুৎ বিল সংগ্রহের বিষয়টি দেখবেন ওি আধিকারিকরা৷ শুধু তাই নয়, নিজ নিজ জেলাতে প্রত্যোক বিদ্যুৎ অফিস, সাব স্টেশনগুলিতে প্রতিনিয়ত পরিদর্শন করতে হবে তাঁদের৷ পাশাপাশি, কোন সংস্কার কাজে প্রয়োজনীয় সামগ্রী বন্দোবস্থ করার দায়িত্বও তাদের৷