কাঞ্চনপুরে নেশা সামগ্রীসহ গ্রেপ্তার দুই পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ উত্তর জেলার অন্তর্গত কাঞ্চনপুর মহকুমার কাঞ্চনপুর বাজারে অভিযান চালিয়ে নেশাদ্রব্য-সহ দুই যুবককে আটক করেছে পুলিশ৷ কাঞ্চনপুর বাজারের দক্ষিণে শহরতলি এলাকায় বুধবার অভিযান চালিয়ে পুলিশ ১,৫১২টি নেশার ইয়াবা ট্যাবলেট এবং ২০টি হেরোইনের কৌটা, দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে৷ ধৃতদের নাম বিমলাংশু পাল এবং সূর্য দেব বলে অভিযানকারী দলের অন্যতম সদস্য এসআই রামকৃষ্ণ দাস জানান৷

তিনি জানান, অভিযান চলাকালীন ঘটনাস্থলে আরও কয়েকজন নেশা কারবারি ছিল৷ কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ আজকের অভিযানে নেতৃত্ব দিয়েছেন এসডিপিও মিকা ডার্লং, এসআই রামকৃষ্ণ দাস৷ পুলিশ অফিসার রামকৃষ্ণ দাস জানান, আটক বিমলাংশু পাল এবং সূর্য দেবের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস) ধারায় কাঞ্চনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷


স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, পার্শবর্তী দেশ মায়ানমার থেকে মিজোরাম হয়ে উত্তর জেলা-সহ রাজ্যের অন্যান্য জেলায় দেদার প্রবেশ করছে মারণ নেশার ট্যাবলেট ইয়াবা, হেরোইন ও অন্যান্য নেশাদ্রব্য৷ এর সঙ্গে জড়িত রাজ্যের একাংশ যুবক, অসাধু নেশা কারবারি৷