পূর্ব থানার ওসিকে ভৎর্সনা উচ্চ আদালতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ জমি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে আগরতলা পূর্ব থানার ওসিকে আদালতে ভৎর্সনা করল হাইকোর্ট৷ মাননীয় বিচারক অরিন্দম লোধ এদিন ওসি মানিক দেবনাথকে আদালতে বিকাল চারটা পর্যন্ত বসে থাকার জন্য নির্দেশ দিয়েছেন৷


জানা গিয়েছে, তেলিয়ামুড়ার পুলীনপুরের বাসিন্দা পন্ডিত দাস হাইকোর্টে মামলা করেছেন৷ সেই মামলার প্রেক্ষিতে পূর্ব থানার ওসি মানিক দেবনাথকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল৷ সেই মোতাবেক ওসি মানিক দেবনাথ এদিন আদালতে উপস্থিত হন৷ আদালক মামলার প্রেক্ষিতে ওসি মানিক দেবনাথকে ভৎর্সনা করে এবং বিকাল চারটা পর্যন্ত আদালতে বসে থাকার জন্য নির্দেশ দেয়৷ সেই অনুযায়ী ওসি আদালতে বসে ছিলেন৷ জানা গিয়েছে, পূর্ব আগরতলা থানার ওসি মানিক দেবনাথ তেলিয়ামুড়ার পুলিনপুরের বাসিন্দা পন্ডিত দাসের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মামলা নথিভুক্ত করতে বিলম্ব করেছিলেন৷ এরই প্রেক্ষিতে আদালতে তলব করা হয় ওসি মানিক দেবনাথকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *