নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ উন্নত চিন্তা চেতনা ও মানসিকতা নিয়ে সমাজকল্যানে কাজ করার জন্য শ্রমিক শ্রেণির প্রতি আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রবিবার সিআইটিইউ অফিসে ত্রিপুরা মোটর, শ্রমিক ইউনিয়ন ও ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কাস ইউনিয়নের আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানিয়েছেন৷

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বামপন্থী সংগঠন গুলি রক্তদান সহ নানা সামাজিক কাজকর্মে এগিয়ে আসার চেষ্টা করলেও নানা প্রতিবন্ধকতায় তা অনেকক্ষেত্রেই বাধাপ্রপ্ত হয়েছে৷ পরিবর্তিত পরিস্থিতিতেও ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন ও ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কাস ইউনিয়ন রবিবার সিট্যু রাজ্য কার্যালয়ে সংগঠিত করল রক্তদান শিবির৷ সকাল থেকে রাত পর্যন্ত যারা স্টিয়ারিং ধরে জীবন জীবিকা নির্বাহ করে তারাও পদের সামাজিক দায়বদ্ধতার কথা সমাজের সামনে তলে ধরতেই এ ধরনের সামাজিক কাজকর্মে শামিল হয়েছে৷ সরকার পরিবর্তনের পর সিট্যু অন্তর্ভক্ত এই সংগঠন এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করে৷ তাতে ব্যাপক সাড়াও মিলেছে৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবিরের উদ্বোধন করেন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিট্যুর রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ রক্তদান শিবিরের উদ্বোধন করে মানিক সরকার বলেন, পরিবর্তিত পরিস্থিতিতেও জনকল্যানে মানসিক দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করতে হবে৷
শুধু রক্তদান শিবির হন, একই সঙ্গে মরনোত্তর চক্ষুদান ও মরনোত্তর দেহ দান শিবির সংগঠিত করার জন্যও আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, শ্রমিক শ্রেণী যদি শুধু নিজেদের শোষণমূক্ত করার চিন্তা ভাবনা করে আন্দোলন সংগঠিত করে তা হলে সেই আন্দোলন পরিপূর্নতা লাভ করবে না৷ সমাজের সব অংশের মানুষকে শোষণ, নির্যাতন, অত্যাচার থেকে মুক্ত করতে সাহায্য করতে আন্দোলন করতে হবে৷ শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষ যারা তাদেরকে শোষন মুক্ত করতে সংগ্রামকে আরও শক্তিশালী করতে হবে৷ তিনি বলেন, এই সংগ্রাম শোষণ মুক্ত সমাজ গঠনের সংগ্রাম৷ এই লড়াই ভোটের লড়াই নয়৷ সে কারণেই শ্রমিক শ্রেণিকে উন্নত মানসিকতা নিয়ে কাজ করতে হবে৷ রক্তদান শিবিকরে কেন্দ্র করে মোটর শ্রমিকদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ রাজ্যের বিভিন্ন স্থানে এ ধরনের সামাজিক কাজ কর্মে সংগঠন উদ্যোগ নিচ্ছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন৷