নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়৷ রবিবার সকালে মেলাঘরের অন্তর্গত শিবনগর এলাকার বাসিন্দারা স্থানীয় দুর্গামণ্ডপের সামনে এক যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান৷ সঙ্গে সঙ্গে তারা স্থানীয় মেলাঘর থানায় খবর দেন৷

খবর পেয়ে সোনামুড়ার এসডিপিও শৌভিক দে-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়ঊপুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম শিবনগর এলাকার বাসিন্দা প্রকাশ ঘোষের বছর ৩৫-এর ছেলে শঙ্কর ঘোষঊ প্রথামিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতের মাথায় আঘাতের চিহ্ণ রয়েছেঊ পুলিশ অফিসার শৌভিক দে-র কথায়, মাথায় তাজা রক্ত রয়েছে৷ তা দেখে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের ধারণা মাথায় আঘাত করে শঙ্করকে খুন করা হয়েছে৷ এদিকে শঙ্করের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷