রিও ডি জেনিরো, ২০ মে (হি.স.) : পানশালা ঢুকে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি। নিহত ১১। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাজিলের বেলেম শহরে। নিহতদের মধ্যে ছয়জন মহিলা রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পাশাপাশি গুরুতর জখম এক।
স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে রবিবার স্থানীয় সময় দুপুর ৩টে ৩০মিনিট নাগাদ ব্রাজিলের পারা রাজ্যের বেলেম শহরের একটি পানশালায় অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। পানশালার ভেতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকা। এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি সাত জন দুষ্কৃতী মিলে এই হামলা চালিয়েছিল। মোবাইল ফোনের ফুটেজে দেখা গিয়েছে যে চারিদিকের মৃতদেহ পড়ে রয়েহে। চাপ চাপ রক্তে পানশালার মেঝের রঙ লাল হয়ে উঠেছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কি কারণে এই হামলা তা এখনও বোঝা যাচ্ছে। তবে এই পানশালাটি মাদক কারবারিদের আখড়া ছিল বলে জানা গিয়েছে। এর সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।