নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ নির্মিয়মান নতুন ভবন পরিদর্শন করলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি৷ ৩১ মার্চের মধ্যে ভবনটির নির্মান কাজ সম্পন্ন হবে বলে রাজ্য সরকার সুপ্রীমকোর্টকে জানিয়েছেন৷ কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি৷

আগামী ৩১ মের মধ্যে কাজ সম্পন্ন হবে৷ ৩১ মের মধ্যেই নতুন ভবনটির আনুষ্টানিক উদ্বোধন হবে৷ হাইকোর্টের প্রধান বিচারপতির সফরকালে এই তথ্য জানানো হয়৷

