ভাটি অভয়নগরে গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ভাটি অভয়নগরের মধ্য দ্বীপ এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছেন এক মহিলা৷ মহিলার নাম রত্না দাস৷ বয়স আনুমানিক ৪২ বছর৷ দুই সন্তানের জননী ওই মহিলা শনিবার সকালে নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেন৷ মহিলার স্বামী ব্যবসায়ী৷

সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে এই অঘটন ঘটেছে বলে জানান তিনি৷ স্বামী ননী গোপাল দাস জানান পরিবারে তেমন কোনও অশান্তি ছিল না৷ মেয়ের বিয়ে হয়ে গেছে৷ ছেলের বিয়ের প্রস্তাব চলছে৷ এই সময়ে এই আত্মহত্যা কেন ঘটল তা নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে৷ মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *