নয়াদিল্লি ও কলকাতা, ১৭ মে (হি.স.): পুনরায় দাম কমল পেট্রোলের| পাশাপাশি ডিজেলের দাম বাড়ায় দেশজুড়ে কিছুটা হলেও অস্বস্তিতে আমজনতা। মধ্যরাত থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, যথাক্রমে এই চারটি মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল| এছাড়াও উপরোক্ত চারটি মেট্রো সিটিতে দামি হয়েছে ডিজেল। নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে যথাক্রমে, ০.০৮ পয়সা (নয়াদিল্লি), ০.০৮ পয়সা (কলকাতা), ০.০৮ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে ০.০৯ পয়সা|
পাশাপাশি উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে, ০.০৫ পয়সা (নয়াদিল্লি), ০.০৫ পয়সা (কলকাতা), ০.০৬ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.০৬ পয়সা| আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কখনও বাড়ছে কখনও আবার কমছে, সামঞ্জস্য রাখতেই তেলের দাম ওঠানামা করছে দেশেও|শুক্রবার নয়াদিল্লি-সহ চারটি মেট্রো সিটিতে পেট্রোলের দাম কমে হয়েছে, ৭১.১০ টাকা প্রতি লিটার দিল্লিতে, কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হল, ৭৩.১৭, মুম্বইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৬.৭১ টাকা এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম হল, ৭৩.৭৯| পাশাপাশি চারটি মেট্রো সিটিতে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে, ৬৫.৯৬ (নয়াদিল্লি), ৬৭.৭১ (কলকাতা), ৬৯.১১ (মুম্বই) এবং চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৯.৭২ টাকা|