দেউরিয়া (উত্তর প্রদেশ), ১৭ মে (হি.স.): উত্তর প্রদেশের দেউরিয়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল বেপরোয়া একটি গাড়ি| বৃহস্পতিবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন| বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দেউরিয়া জেলার খুখুণ্ডু থানার অন্তর্গত বাইরোনা গ্রামের কাছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল-বিহারের সিওয়ান জেলার বাসিন্দা আছে লাল (৫২), গোরক্ষপুরের বাসিন্দা সন্তোষ সিং (৩২), রাকেশ যাদব (২২), শশাঙ্ক মণি (৩০), চন্দ্রেশ সিং (৫০), অনিল শ্রীবাস্তব (৫০) এবং দেউরিয়ার বাসিন্দা ওম প্রকাশ যাদব (৪৫)|
খুখুণ্ডু থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) শ্যামল যাদব জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে বাইরোনা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে বেপরোয়া একটি গাড়ি| জোরালো সংঘর্ষের জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের| পরে আরও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে| পুলিশ অফিসার আরও জানিয়েছেন, অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তাঁরা| গভীর রাতে সোনুঘাট-বারহাজ রোড ধরে তাঁরা ফিরছিলেন| রাতের অন্ধকারে বাইরোনা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা গাড়িটি| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|