বারাণসী, ১৫ মে (হি.স.) : সপ্তম দফার ভোটগ্রহণের আগে বুধবার উত্তরপ্রদেশের বারাণসীতে রোড শো করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। বুধবারের কংগ্রেস নেত্রী সঙ্গে রোড শোতে ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ ভাঘেল।
এদিন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থাকা মদনমোহন মালব্যের মূর্তির সামনে থেকে রোড শো শুরু করেন প্রিয়াঙ্কা। পরে দশাশ্বমেধ ঘাট গিয়ে রোড শো শেষ করেন রাজীব কন্যা। এদিন প্রিয়াঙ্কাকে দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়েছিল। বহু মানুষের সমাগমনে ভরে ওঠে রোড শো। রোড শো থেকে মোদী বিরোধী স্লোগানও দেওয়া হয়। উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ আগে এই বারাণসীতে রোড শো করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে টেক্কা দিতেই প্রিয়াঙ্কার এই রোড শো বলে মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, ১৯ মে সপ্তম তথা দেশ দফার ভোটগ্রহণ হবে।