জম্মু, ১৪ মে (হি.স.): ভূস্বর্গের মানুষদের মূল ধমনী, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আবারও অবরুদ্ধ হয়ে পড়ল| জম্মু রিজিওনের রামবান জেলায় ডিগডোল এলাকায় ভূমিধসের কারণে মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| জাতীয় সড়কের এসএসপি জিতেন্দর সিং জোহার জানিয়েছেন, রামবান জেলার ডিগডোল এলাকায় ভূমিধসের কারণে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক|
জম্মু-শ্রীনগর সংযোগকারী ৩৭০ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়ক ভূস্বর্গের মানুষদের মূল ধমনী| বাকি ভারতের সঙ্গে কাশ্মীরের যোগাযোগের মূল পথ এই সড়কই| আচমকা জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় মাঝ পথে আটকে পড়েছে অসংখ্য যানবাহন|জাতীয় সড়কের এসএসপি আরও জানিয়েছেন, আপাতত জম্মু-শ্রীনগর যান চলাচল বন্ধ রাখা হয়েছে| যানবাহন চলাচল স্বাভাবিক করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে| কিন্তু, পাহাড় থেকে লাগাতার পাথর আছড়ে পড়ার কারণে যানবাহন চলাচল সচল করার কাজ ব্যাহত হচ্ছে|