নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে ৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাসের শিকার হল বিরোধী দল সিপিএমের পোলিং এজেন্ট ও তার পরিবার৷ ঘটনা টাকারজলার ১৭নং বুথ এলাকায়৷ শাসক দলের দুর্বৃত্ত বাহিনীর হামলায় আহত হয়ে ৭০ বছরের বৃদ্ধ জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ১৬৮টি বুথে পুনরায় ভোটগ্রহণ করা হয় রবিবার৷ অন্যান্য স্থানের সঙ্গে টাকারজলা বিধানসভার অন্তর্গত ১৭নং বুথ রাধাচরণী ঠাকুরপাড়া সুকলেও ভোটগ্রহণ করা হয়৷ এই বুথে সিপিআইএমের পোলিং এজেন্ট ছিল সুরেশ দেববর্মা৷ তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছিল শাসক জোটের লোকজনরা, আতঙ্কে সিপিএমের পোলিং এজেন্ট ভোট শেষে রাতে বাড়িতে ফিরে যায়নি৷ বাড়িতে ছিল বৃদ্ধ মা বাবা৷ রাতে আশঙ্কা অনুযায়ী বিজেপি আইপিএফটি’র দুর্বৃত্ত বাহিনী সুরেশ দেববর্মার বাড়িতে ঢুকে তার খোঁজ করে৷ বাড়িতে না পেয়ে তারা বাড়িতে ভাঙচুর চালায়৷ সুরেশ দেববর্মার ৭০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে তারা প্রচণ্ড মারধর করে৷ তাতে তিনি গুরুতরভাবে আহত হন৷ চন্দ্রকুমার দেববর্মাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার খবর পেয়ে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মার নেতৃত্বে সিপিআইএমের এক প্রতিনিধি দল সোমবার জিবি হাসপাতালে যান৷ আহত বৃদ্ধ চন্দ্রকুমার দেববর্মার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন৷ জিবি হাসপাতাল সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, রাজ্যে আইনের শাসন নেই৷ শাসক দলের কল্যাণে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট কলঙ্কিত হয়েছে৷ ১৬৮টি বুথে পুনরায় ভোটগ্রহণ করতে হয়েছে৷ দেশের অন্য কোথাও নির্বাচনে এ ধরনের নজির স্থাপিত হয়নি বলে তিনি উল্লেখ করেন৷ এসব ঘটনা থেকে বিজেপি-আইপিএফটি কোন শিক্ষা নিচ্ছে না৷ এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জনগণকে প্রতিবাদ মুখর হয়ে উঠার জন্য আহ্বান জানিয়েছেন রাধাচরণ দেববর্মা৷
স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনও এদিন জিবি হাসপাতাল সফরে যান৷ তিনি আহত চন্দ্রকুমার দেববর্মার চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন৷ এমনকি রাজনৈতিক সৌজন্যতার নজিরও স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য সহ অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করে আহতের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷

