BRAKING NEWS

ফের মাওবাদী হামলা, ওডিশার মালকানগিরিতে আইইডি বিস্ফোরণে জখম বিএসএফ জওয়ান

মালকানগিরি (ওডিশা), ১৩ মে (হি.স.): ফের মাওবাদী হামলা| ওডিশার মাওবাদী অধ্যুষিত মালকানগিরি জেলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে গুরুতর জখম হলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ান| সোমবার মালকানগিরি জেলার সপ্তধর ব্রিজের কাছে বিকট শব্দে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়| বিস্ফোরণের সময় ওই স্থানে উপস্থিত ছিলেন বিএসএফ জওয়ান জগপাল সিং| গুরুতর জখম অবস্থায় ওই বিএসএফ জওয়ানকে উদ্ধার করে কোরাপুটের হাসপাতালে ভর্তি করা হয়েছে|

সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার মালকানগিরি জেলার সপ্তধর ব্রিজের কাছে আইইডি বিস্ফোরণ হয়| বিস্ফোরণে জখম হয়েছেন বিএসএফ জওয়ান জগপাল সিং| জখম অবস্থায় ওই বিএসএফ জওয়ানকে উদ্ধার করে কোরাপুটের হাসপাতালে ভর্তি করা হয়েছে| বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| আপাতত ওই এলাকার নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *