নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ রাজ্যের পৃথক পৃথক স্থানে বহু লক্ষ টাকার অবৈধ মদ এবং নিষিদ্ধ নেশার ট্যাবলেট ইয়াবা বাজেয়াপ্ত করেছে বিএসএফ এবং পুলিশ৷ বিএসএফ-এর ১২০ নম্বর ব্যাটালিয়নের জনসংযোগ আধিকারিক এক বিবৃতিতে রবিবার জানিয়েছেন, রায়েরমুড়া সীমান্ত আউটপোস্ট এলাকাধীন কাঁটাতারের বেড়ার কাছে ফুলতলি গ্রাম সংযোগী রাস্তায় এক বালককে হাতে ব্যাগ নিয়ে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে তাকে পাকড়াও করা হয়৷ তার ব্যাগে তালাশি চালিয়ে প্রায় চার লক্ষ টাকা মূল্যের ৮০০টি নিষিদ্ধ নেশার ট্যাবলেট ইয়াবা বাজেয়াপ্ত করেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা৷
বিএসএফ কর্তৃপক্ষের জেরায় ধৃত ১৪ বছর বয়সি বালক তাকে পশ্চিম ত্রিপুরার আমতলি থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মতিনগর গ্রামের জনৈক মোরাদ হুসেন ভুইয়াঁর ছেলে সাহিল ভুইয়াঁ বলে পরিচয় দিয়েছে৷ তাকে আজ আমতলি থানার হাতে সমঝে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে৷অপরদিকে, পশ্চিম আগরতলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রাজধানী থেকে মদ উদ্ধার করেছে৷ বর্ডার গোলচক্কর এলাকার গৌতম সরকার নামে জনৈক বাসিন্দার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ ও বিয়ার বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ এগুলি অবৈধভাবে মজুত করা হয়েছিল৷ বাজেয়াপ্তকৃত মদগুলির বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তী৷ তবে পুলিশ মদের মালিক গৌতম সরকারকে আটক করতে পারেনি৷