গুরুগ্রাম, ১২ মে (হি.স.) : আর পাঁচজন সাধারণ নাগরিকের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রবিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে একটি বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এদিন সঙ্গে ছিলেন তাঁর বড় ভাই বিকাশ কোহলি। ভোট দিয়ে বেরিয়ে এসে অনুরাগীদের সঙ্গে সেলফি তোলেন বছর ৩১-এর এই ক্রিকেটার।
এমনকি অটোগ্রাফও দেদার বিলোন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বেশি করে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন তিনি। এদিন টি-শার্ট ও জিনস পরেই ভোটগ্রহণ কেন্দ্রে এসেছিলেন বিরাট। হরিয়ানায় যে ১০টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে গুরুগ্রাম লোকসভা কেন্দ্রটি অন্যতম। গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ সিং। তিনি নিকটতম প্রার্থী কংগ্রেসের অজয় সিং যাদবকে পরাজিত করেন। এবারও এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন ইন্দ্রজিৎ সিং।