ষষ্ঠ দফার ভোটগ্রহণ শেষে ভোট পড়ল ৫৯.৭০ শতাংশ

নয়াদিল্লি, ১২ মে (হি. স.) : শেষ হল সপ্তদশ সাধারণ নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। রবিবার দেশের সাতটি রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এদিন ভোটগ্রহণ শেষে সন্ধে ছটা পর্যন্ত ভোট পড়েছে মোটের ওপর ৫৯.৭০ শতাংশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অশান্তির খবর থাকলেও ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্বে সবচেয়ে বেশি ভোট পড়েছে এরাজ্যেই। সন্ধে ছটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৮০.১৩ শতাংশ।


ষষ্ঠ দফায় রবিবাসরীয় ভোটগ্রহণ পর্ব শেষে দেশ জুড়ে সন্ধে ছটা পর্যন্ত ভোট পড়েছে মোটের ওপর ৫৯.৭০ শতাংশ। বিকেল তিনটে পর্যন্ত বিহারের আটটি আসনে ভোট পড়েছে ৫৫.০৪ শতাংশ, রাজধানী দিল্লির সাতটি আসনে ভোট পড়েছে ৫৫.৪৪ শতাংশ, ঝাড়খণ্ডের চারটি আসনে ভোট পড়েছে ৬৪.৪৬ শতাংশ, মধ্যপ্রদেশের আটটি আসনে ভোট পড়েছে ৬০.১২ শতাংশ, হরিয়ানার দশটি আসনে ভোট পড়েছে ৬২.১৪ শতাংশ, উত্তর প্রদেশের ১৪টি আসনে ভোট পড়েছে ৫০.৮২ শতাংশ এবং পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোট পড়েছে ৮০.১৩ শতাংশ। বিচ্ছিন্ন অশান্তি ও রক্তপাত হলেও এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচন এবার সাত দফায় সম্পন্ন হবে। ইতিমধ্যেই পাঁচ দফার ভোটগ্রহণ অতিক্রান্ত। লোকসভা নির্বাচনের ভোটগণনা এবং ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *