নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১১ মে৷৷ এটিএম থেকে টাকা তুলতে গিয়ে মহা ফ্যাশাদে পড়েছেন রাহেনা বেগম৷ ২০ হাজার টাকা গচ্ছা গিয়েছে তাঁর৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা রাহেনা বেগম পড়াশুনা বেশি জানেন না৷ তাই গত ১৭ এপ্রিল সকাল আটটা নাগাদ নিজের ভাগনে জিয়াব উদ্দিনকে সাথে নিয়ে ইউবিআই-এর এটিএম থেকে টাকা তুলতে যান৷ রাহেনা বেগমের ব্যাঙ্কের খাতা এসবিআই-তে হলেও তিনি ইউবিআই-এর এটিএম থেকে টাকা তুলতে গিয়ে ফ্যাশাদে পড়েন৷

এটিএম থেকে কোনও টাকা বের না হলেও ২০ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে৷ এই ঘটনায় তিনি ১৭ এপ্রিল থেকে এসবিআই এবং ইউবিআই-এ একাধিকবার গেলেও এখনও তিনি টাকা ফেরত পাননি৷রেহেনা বেগম জানান, ওইদিন প্রথমে ১০ হাজার টাকা তোলার চেষ্টা করেছিলেন৷ কিন্তু, এটিএম থেকে কোনও টাকা বের না হওয়ায় আবারও ১০ হাজার টাকা তোলার চেষ্টা করেন৷ কিন্তু, দ্বিতীয়বারও কোনও টাকা বের হয়নি৷ অথচ, এসএমএস-এর মাধ্যমে জানতে পারে ২০ হাজার টাকা ব্যাঙ্ক থেকে তোলা হয়ে গেছে৷ তিনি বলেন, সঙ্গে সঙ্গে সমস্ত বিষয় চোরাইবাড়ি এসবিআই-এর ম্যানেজারকে সবিস্তারে জানিয়েছেন৷ তাঁর পরামর্শ মতো ধর্মনগর ইউবিআই ম্যানেজারের সাথেও যোগাযোগ করেছেন৷
কিন্তু আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি৷রেহেনা বেগমের কথায়, এসবিআই-এর ম্যানেজার তাঁকে গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করে বিষয়টি জানানোর জন্য বলেছিলেন৷ সেই মোতাবেক সেখানেও জানিয়েছেন৷ কিন্তু,সমস্যা এখনও সেই তিমিরেই রয়ে গিয়েছে৷ তিনি আক্ষেপ করে বলেন, এসবিআই ইউবিআই-এর ঘাড়ে এবং ইউবিআই এসবিআই-র ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত৷ কিন্তু আমার কষ্টার্জিত টাকা কীভাবে ফিরে পাব সে বিষয়ে কেউ ভাবছে না৷ তাঁর আরও আক্ষেপ, অতি প্রয়োজনে টাকা তুলতে গিয়ে মহা বিপাকে পড়তে হয়েছে আমাকে৷ তিনি টাকা ফিরিয়ে দেওয়ার জন্য দুই ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন৷