ভুবনেশ্বর, ১১ মে (হি.স.) : ঘূর্ণিঝড় ফণীতে ওডিশায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩। এর মধ্যে শুধু পুরীতেই মৃত্যু হয়েছে ২১ জনের। শনিবার ওডিশা সরকারের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে এমন জানানো হয়েছে। সরকারি পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, রাজ্যজুড়ে এক কোটি ষাট লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় ফণীতে ৩৪ লক্ষ গবাদি পশুর মৃত্যু হয়েছে।
পুরী, কুরদা, কটক, কেন্দ্রাপাড়া জেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০৩০ কিলোমিটারের ৩৩ কেভি লাইন, ৩৮৬১৩ কিলোমিটারের ১১ কেভি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৬৪৩০৪ ট্রান্সফরমার, ৭৯৪৮৫ কিলোমিটার বিস্তৃত এলটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সবদিক দিয়ে ফণীতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরী। ১,৮৯,০৯৫ বাড়ি পুরীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ১৬০ জন মানুষ আহত হয়েছে। আহতদের চিকিৎসা বেসরকারি হাসপাতালে চলছে। রাস্তা ধারা থাকা হকারদের দোকানগুলি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। পুরীর সার্কিট হাউস, জেলা পুলিশ সুপারের বাড়ি ও অফিস এবং জেলাশাসকের বাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা উপর বড় বড় গাছ পড়ে যাওয়ার কারণে একাধিক জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উল্লেখ্য, ৩রা মে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে দেশের উপকূলবর্তী রাজ্য ওডিশায়।