BRAKING NEWS

অপরাধীদের ফাঁসির সাজা হওয়া উচিত, আলোয়াড় গণধর্ষণের প্রসঙ্গে কংগ্রেসকে তোপ মায়াবতীর

লখনউ, ১১ মে (হি. স.) : আলোয়াড় গণধর্ষণ প্রসঙ্গে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শনিবার রাজস্থানের কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন বিএসপি (বহুজন সমাজ পার্টি) সুপ্রিমো মায়াবতী। প্রসঙ্গত, ২৬ এপ্রিল আলোয়াড়ে এক দলিত নারীর গণধর্ষণ এবং নির্যাতিতার অভিযোগের পর পুলিশের বিলম্বিত প্রতিক্রিয়া সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিন তিনি বলেন, এই ঘটনার অপরাধীদের ফাঁসির সাজা হওয়া উচিত। আলোয়াড় গণধর্ষণের প্রসঙ্গ টেনে রাজস্থান সরকারের সমালোচনা করার পাশাপাশি বিএসপি সুপ্রিমো এদিন তোপ দাগলেন কংগ্রেসের বিরুদ্ধেও। এদিন তিনি বলেন, “আলোয়াড় গণধর্ষণ কাণ্ডের দোষীদের ফাঁসির শাস্তি হোক। কংগ্রেস সরকারের বিরুদ্ধে, রাজ্যের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের পদক্ষেপ নেওয়া উচিত। এই ধরনের ঘটনা শুধু দলিত নয়, প্রতিটি নারীর জন্য হুমকির সমান।” তিনি আরও যোগ করেছেন, “লোকসভা নির্বাচন চলাকালীন যে সমস্ত রাজনৈতিক নেতারা মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন, তাঁদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নিচ্ছে না নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *